
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই ৷। ফের রাজ্যে ভালোবাসার দাবীতে ধর্ণায় বসল এক যুবক। ঘটনা, কমলপুরের চুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডে। জানা যায়, সোমবার ঐ এলাকায় ভালোবাসার দাবীতে এক হাতে প্লাকার্ড নিয়ে ভালোবাসার পাত্রীর বাড়ির সামনে ধর্ণায় বসে সুব্রত দাস নামে এক যুবক। এদিন সকাল ৭টা থেকেই পাত্রীর বাড়ির সামনে ধর্ণায় বসে সে। প্লে কার্ডে সুব্রত লিখেছে ‘আমার ছয় বছরের ভালবাসার দাম ফিরিয়ে দাও, না হইলে দর্না চলছে চলবেই’। যদিও বাবান ভূল করে ‘ধর্ণা’র জায়গায় ‘দর্না’ লিখেছে সে। তার এই ধর্ণার দৃশ্য দেখতে ভিড় জমায় এলাকার লোকজন।