সাগর দেব, তেলিয়ামুড়া, ২২ জুলাই ৷। আবারও দিল্লির নির্ভয়া কাণ্ডের পুনরাবৃত্তি ঘটল ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া থানা এলাকায়। গণধর্ষণের শিকার এক উপজাতি নাবালিকা। বছর ১৭। ঘটনাটি ঘটে মঙ্গলবার আনুমানিক সাত ৭টা নাগাদ। ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়,মঙ্গিয়াকামী থানাধীন পানবাড়ি এলাকার কোচরাই পাড়ার বাসিন্দা ১৭ বছরের নাবালিকার সাথে চাকমাঘাট এলাকার বাসিন্দা রামপ্রসাদ সরকারের ছেলে রূপেস সরকারের সাথে এই নাবালিকার প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। মঙ্গলবার বিকেলে রূপেস সরকার (২০) নাবালিকা মেয়েটিকে চাকমাঘাটস্থিত একটি ইকো পার্কে দিয়ে নিয়ে আসে। কিছুক্ষণ পরে নাবালিকাকে বাড়িতে ফেরত পাঠাতে রুপেস চাকমাঘাটস্থিত অটো স্ট্যান্ডে নিয়ে আসে। এই সময়ে রূপেসের পরিচিত কাসিম মিঞা (৩৫), জেহেদ মিঞা (২২) দু’জনে গাড়ি নিয়ে অটো স্ট্যান্ডে এলে ঐ নাবালিকাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রুপেশ তাদের অনুরোধ জানায়। সেই অনুরোধ অনুযায়ী কাসিম নাবালিকাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তাদের একটি গাড়িতে তুলে। যদিও জাহেদ মিঞা এই নাবালিকার নিকটাত্মীয় তথা সম্পর্কে মেসো। পরে জাহিদ মিয়া ও কাশেম মিয়ার সাথে আরো তিন যুবক আহমেদ আলি (২৩), গনি মিয়া (২৪) সহ অপর এক যুবক তাদের সঙ্গী হয়। নাবালিকা মেয়েটিকে নিয়ে এই পাঁচজন দুটি নম্বরবিহীন গাড়িতে তার মধ্যে একটি মারুতি অল্টো এবং একটি WAGONR গাড়ি রয়েছে। অভিযোগ, এই মেয়েটিকে বাড়ির উদ্দেশ্যে না নিয়ে গিয়ে তাকে তেলিয়ামুড়া থানাধীন খাসিয়া মঙ্গলের দিকে একটি জঙ্গলে নিয়ে যায়। জানা যায়, গাড়ির মধ্যেই সংঘবদ্ধভাবে পাঁচজন মানুষ রূপী জানোয়ার জোর পূর্বক ভাবে নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করে। এই ঘটনার পর নাবালিকা মেয়েটিকে নিয়ে দুটি গাড়ি তেলিয়ামুড়া নেতাজিনগরস্থিত UBI ব্যাংক সংলগ্ন স্থানে রাত আট ৮টা নাগাদ ফেলে দিয়ে যায়। পড়ে ধর্ষিত নাবালিকা তার প্রেমিক রুপেসের মোবাইলে ফোন করে সমস্ত ঘটনা জানায় এবং তাকে আসতে বলে। সাথে সাথেই প্রেমিক রুপেস নেতাজি নগর UBI ব্যাংক সংলগ্ন স্থানে এসে বাইকে করে নাবালিকা মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলে নাবালিকা মেয়েটি বাড়িতে যেতে অস্বীকার করে। পরে তেলিয়ামুড়া থানায় এসে ঘটনার বিবরণ ও অভিযুক্তদের নাম ধাম দিয়ে অভিযোগ করে তারা। পুলিশ অভিযোগ পেয়ে রাতেই তেলিয়ামুড়া মহকুমার এসডিপিও ভি জগদীশ্বর রেড্ডি এবং ওসি স্বপন দেববর্মা নেতৃত্বে পুলিশের একটি দল চাকমাঘাট এবং তুই মধু এলাকায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায়। তবে মূল অভিযুক্তরা পলাতক। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নাবালিকার প্রেমিক রূপেস সরকারকে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে।