আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই ৷। রাজ্যে গরীব ও দুঃস্থদের জন্য মানবসেবায় এগিয়ে এলো পূর্বোদয়া সংস্থা। বৃহস্পতিবার এই সংস্থার উদ্যোগে ‘হার্ট অফ হিউমিনিটি’ নামে একটি আউটলেটের উদ্বোধন করা হয়। এই জায়গায় গরীব অংশের মানুষরা নিজের মত করে প্রয়োজনীয় একটি জিনিস এবং একটি করে খাবার জিনিস বিনামূল্যে নিয়ে যেতে পারেন। পাশাপাশি সাধারণ নাগরিকরা নিজের ইচ্ছে অনুসারে এখানে গরীব অংশের মানুষের জন্য জিনিস রেখে যেতে পারবেন। এদিন রাজধানীর রাজধানীর শংকর চৌমুহনীতে প্রথম আউটলেটের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ[লব কুমার দেব। এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেব রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, সংস্থার সম্পাদিকা নীতি দেব প্রমুখ।
একই দিনে দুপুরে জিবি বাজারে দ্বিতীয় আরেকটি আউটলেটের উদ্বোধন করা হয়। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ও পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
এদিনই বিকেলে রাধানগর বাসস্ট্যান্ডে তৃতীয় আউটলেটের উদ্বোধন করা হয়। এই আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা সহ বিশিষ্টজনেরা।