আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই ৷। রাজধানীর ২০টি ইংরেজি মাধ্যম বিদ্যালয়কে রাজ্য শিক্ষা দপ্তর সিবিএসসি আওতাভুক্ত করেন। তার মধ্যে অন্যতম বিদ্যালয় হল উমাকান্ত একাডেমী ইংরেজি মাধ্যম বিদ্যালয়। এই শিক্ষাবর্ষে উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি শুরু হলেও কলা ও বাণিজ্য বিভাগে ভর্তি স্থগিত রাখা হয়েছে। এর কারণ হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, পর্যাপ্ত রুম ও শিক্ষক না থাকায় বাণিজ্য বিভাগে ভর্তি স্থগিত রাখা হয়েছে। এদিকে বিদ্যালয়ের এইচ এম সি কমিটির চেয়ারম্যান বসন্ত সেন জানান, অভিভাবক পক্ষের অভিযোগ যে বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি শুরু হলেও কলা বিভাগে ভর্তি স্থগিত রাখা হয়েছে পর্যাপ্ত রুম ও শিক্ষকের অভাবে বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানা গেছে বলে। শুক্রবার এসএমসি কমিটির চেয়ারম্যান বসন্ত সেন সংবাদমাধ্যমের মধ্য দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও রাজ্যের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এই বিষয়ে যেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকার।