আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই ৷। সোমবার সকাল ৫টা থেকে রাজ্যে শুরু হল ৩ দিনের সম্পূর্ণ লকডাউন। সকাল থেকেই রাজধানী আগরতলা সহ রাজ্যের সর্বত্র রাস্তা ঘাট, বাজার ছিল প্রায় ফাঁকা। তবে বাজারের নিত্য প্রয়োজনীয় এক তৃতীয়াংশ ছিল প্রায় খোলা। এদিন করোনা নিয়ন্ত্রনে সরকারি নির্দেশে লকডাউন মেনে মানুষ নিজেদেরকে ঘরে আবদ্ধ রেখেছে ঠিকই। তবে সরকারী নির্দেশেই সরকারী দপ্তরে এক তৃতীয়াংশ কর্মী রোস্টার ডিউটিতে যোগ দিয়েছেন।
তাছাড়া জরুরি পরিষেবায় যুক্ত কর্মী ও যানবাহন রাস্তায় দেখা গেছে। গোটা রাজধানীর রাস্তার মোড়ে মোড়ে পুলিশি টহল ছিল নজিরবিহীন। পাশাপাশি এদিন থেকেই গোটা রাজ্যে ৭ দিনের জন্য বাড়ি বাড়ি চলছে এন্টিজেন টেস্টের কাজ। পঞ্চায়েত, স্বাস্থ্য, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভের কাজ শুরু করেছে।