আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ৷। রাজ্যে বাড়ানো হল লকডাউন। এবার তৃতীয় পর্যায়ের লকডাউন পড়ল রাজ্যে। বুধবার রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ভিডিও বার্তায় রাজ্যে লকডাউনের সময়সীমা বারানোর কথা জানান। তিনি বলেন, আগামী ৪ঠা আগষ্ট ভোর ৫টা পর্যন্ত রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি থাকবে।উল্লেখ্য, রাজ্যে গত ২৭শে জুলাই ভোর ৫টা থেকে ৩০শে জুলাই ভোর ৫টা পর্যন্ত লকডাউন কারযকর ছিল। দ্বিতীয় পর্যায়ের লকডাউন শেষ হওয়ার আগেই মূখ্যমন্ত্রী লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেন।
