আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই ৷। শুক্রবার প্রকাশিত হতে যাচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২০ সালের উচ্চমাধ্যমিক এবং পুরোনো কোর্সের মাধ্যমিকের ফলাফল। এদিন সকালে পর্ষদের মিলায়তনে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে সকাল ৯টায় ফলাফল প্রকাশ করা হবে বলে পর্ষদ সূত্রে জানায়। এদিন উচ্চমাধ্যমিক এবং পুরোনো কোর্সের মাধ্যমিকের পাশাপাশি মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিমেরও ফলাফল প্রকাশিত হবে। জানা যায়, সাংবাদিক সন্মেলনের পর পর্ষদের ওয়েবসাইটে ফলাফল পেয়ে যাবে ছাত্রছাত্রীরা।
বৃহস্পতিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।