আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই ৷। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জাতপাত ধর্ম নির্বিশেষে সকলকে একি বন্ধনে আবদ্ধ করার জন্য ভাতৃত্ববোধ বজায় রাখার ক্ষেত্রে যে দিনটি উদযাপিত করেছিলেন তার নাম রাখি বন্ধন উৎসব। এই রাখি বন্ধনকে কেন্দ্র করে বিগত দিনগুলিতে দেখা যেত বিভিন্ন ধর্মের মানুষ এই উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠতে। কিন্তু এবছর রাখির দাম বিগত দিনগুলোর তুলনায় কিছুটা কম। কিন্তু তাতেও চাহিদায় ঘাটতি পরিলক্ষিত হয়েছে এমনটাই জানালেন এক জনৈক ব্যবসায়ী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন এর সূচনা করেছিলেন বিভিন্ন ধর্ম জাতিগোষ্ঠীর লোকেরা যেন হিংসা ভেদাভেদ ভুলে একই বন্ধনে আবদ্ধ হয়ে যেন থাকে। কবিগুরু রবীন্দ্রনাথের রাখি বন্ধনের এই মনোভাব ভবিষ্যৎ প্রজন্ম আগামী দিনে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই এখন দেখার।