এয়ার ইন্ডিয়ার দিল্লি-কাবুল ফ্লাইট সন্ত্রাসীদের কর্তৃক ছিনতাই হতে পারে বলে রোববার সতর্ক জারি করেছে ভারতের গোয়েন্দা সংস্থা।
গোয়েন্দা প্রতিবেদনের পর দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারতের রাজধানী দিল্লির ইন্দ্রিরা গান্ধি বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তল্লাশিব্যবস্থা শক্ত করতে বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সরকার। বহুমুখী তল্লাশি করছে কর্তৃপক্ষ।
সূত্র জানায়, দিল্লির বিমানবন্দরে আসা যাত্রীদের তল্পিতল্পা ব্যাপক ভিত্তিতে তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানের সিট, কেবিন ও অন্যান্য অংশেও ব্যাপক তল্লাশির নির্দেশও দেওয়া হয়েছে। বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিশেষ কমান্ডো বাহিনীও মোতায়েন করা হয়েছে।
ফ্লাইট মার্শাল বাড়ানো হয়েছে। সন্দেহ হয়ে এমন লোক ও বস্তুকে ভালভাবে পরীক্ষা করার নির্দেশও দেওয়া হয়েছে।
এই সতর্কতা এমন এক সময় আসলো, যখন কলকাতার বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে হুমকির ঠিক পরের দিন।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর এরই মধ্যে বিমান ছিনতাইয়ের আশঙ্কার কথা জানালো গোয়েন্দারা।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।