
গত মঙ্গলবার রাত প্রায় ৯টার সময় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা মজলিশপুর থেকে কৈলাসহর যাওয়ার সময় তার গাড়ির উপর চরাও হয় একদল দুষ্কৃতী। এই আক্রমণে উনার এক দেহরক্ষী সহ আহত হল আরো কয়েক জন। এই আক্রমণের পর বীরজিৎ সিনহা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, আক্রমণকারীরা শাসকদলের সক্রিয় সদস্য। এই ঘটনা রাজ্যেজুড়ে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এই আক্রমণের প্রতিবাদে বুধবারে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে এক বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এস ডি পি ও অফিস ঘেরাও করা হয়। উপস্থিত সকল বিক্ষোভকারীরা এই দিন একসুরে শ্লোগান তুলেন অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই কর্মসূচিতে উপস্তিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস, NSUI’র সহ-সভাপতি ছাত্রনেতা সম্রাট রায়, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ ভৌমিক সহ আরও অনেকে। এইদিন ছাত্রনেতা সম্রাট রায় সাংবাদিক দের সাথে কথা বলতে গিয়ে প্রশাসনকে হুশিয়ারি দিয়ে বলেন, যে অবিলম্বে যদি অপরাধীদের প্রেপ্তার করা না হয় তাহলে আগামী দিনে সারা রাজ্যেব্যাপী ব্যপক আন্দোলন সংগঠিত করা হবে।