বিপদজনক অবস্থায় জলের ট্যাংকার, আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী

tankআপডেট প্রতিনিধি, বক্সনগর, ৩১ আগষ্ট ৷। বিপদজনক অবস্থার জলের ট্যাংকার। এলাকাবাসীর আশঙ্কা যেকোন সময় সেটি ভেঙ্গে পড়তে পারে। আর যদি এমনটা ঘটে তাহলে কি ধরনের বিপত্তি দেখা দেবে তা ভাষায় প্রকাশ করার মত নয়। সোনামুড়া মহকুমা বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত বক্সনগর গ্রাম পঞ্চায়েতের এলাকা জলের ট্যাঙ্কারটি বাম আমলে নির্মাণ করা হয়েছিল। ৩০ ফুট উচ্চতা বিশিষ্ট এই ট্যাংকারটির জল ধারণ ক্ষমতা ২০ হাজার লিটার। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে দুই বছর ধরে এই ট্যাংকারটি ব্যবহার করা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, ট্যাংকারটির নির্মাণ কাজ নিন্মমানের হয়েছে বলে তা বেশি সময় ব্যবহার করা যায়নি এবং খুব দ্রুত ট্রাকারটিতে ফাটলও ধরে গেছে। ট্যাংকার থেকে জল বের হয়ে যায়, ইতিমধ্যেই ট্রাঙ্কারের সিঁড়ি নষ্ট নষ্ট হওয়ার যাওয়ার পথে। স্থানীয় নাগরিকরা জানিয়েছেন, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এসে ট্রাঙ্কারে তালা লাগিয়ে যান। ১৮ বছর আগে এই জলের ট্যাঙ্কার নির্মাণ করা হয়েছিল। গত দুই বছর আগে এই প্রিয়াঙ্কার ট্রাংকারের ফাটল নজরে আসায় এটির ব্যবহার বন্ধ করে দেওয়া হয়।
জানা যায়, ১০ বছর আগে উৎসবের মাইক বাঁধতে গিয়ে সেই ট্রাংকার থেকে নিচে পড়ে যায় কমল দাস এবং রাজেশ বণিক। কমল দাস ঘটনাস্থলেই মারা যায়। দিনের-পর-দিন ট্রাংকারটি যেন আরো বেশি দুর্বল হয়ে পড়ছে। তাই এলাকাবাসীর দাবি ট্র্যাকারটি যেন নিয়ম মেনে ভেঙ্গে ফেলা হয়। তা না হলে যেকোনো দিন এই ট্যাঙ্কার ঘিরে বড় ধরনের বিপত্তি ঘটতে পারে। ইতিমধ্যেই এলাকাবাসীর তরফ থেকে বক্সনগর পঞ্চায়েতের মাধ্যমে ব্লক ভিডিওর উদ্দেশ্য ডেপুটেশন দেওয়া হয়েছে। গ্রামের উপপ্রধানও জানিয়েছেন জলের ট্যাঙ্কারটি ভেঙ্গে দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*