আপডেট প্রতিনিধি, বক্সনগর, ৩১ আগষ্ট ৷। সোনামুড়া শিক্ষা জগতের এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র এবং ১০,৩২৩ শিক্ষকদের মধ্যে এক জন সোনামুড়া দূর্গাপুরের বাসিন্দা খোকন স্যার নামে পরিচিত আব্দুল সাত্তার গত ১৮ই আগস্ট দীর্ঘ দিন অসুস্থ থাকার পর হঠাৎ স্ট্রোক করে পরলোক গমন করেছেন। রবিবার সোনামুড়া নগর পঞ্চায়েতের কনফারেন্স হল সোনামুড়া শিক্ষক মহলের উদ্যোগে আব্দুল সাত্তার খোকন স্যারের স্মরণ সভার আয়োজন করা হয়। এদিন প্রথমেই উনার ছবিতে মাল্যদান এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। একটি ভিডিওর মধ্যে দিয়ে উনার জীবনের স্মৃতি তুলে ধরা হয়। পরে উপস্থিত অতিথিদের বরণ করা হয়।
এদিন স্বাগত বক্তব্যে বিশিষ্ট শিক্ষক সুমন বলেন, সোনামুড়ার হাজারো ছাত্রছাত্রীর জীবন পরিবর্তনের ক্ষেত্রে স্যারের অবদান অতুলনীয়। তিনি বলেন, আমরা এক নক্ষত্র হাড়িয়ে ফেলেছি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি নজরুল মহাবিদ্যালয়ে অধ্যাপক ডঃ মুসলিম মিয়া, বিশিষ্ট সমাজ সেবী জোটন রায়, শিক্ষক সফিক মিয়া, হুমায়ূন মিয়া, বৌদ্ধ পাল, কবির আহমেদ ও সোনামুড়া অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং উনার শিক্ষার্থীরা।