রাজ্যর নতুন আক্রান্ত ৫০৯, পশ্চিম ত্রিপুরায় একদিনে আক্রান্ত ২৫৮ জন, সুস্থ হয়ে উঠে ২২১ Posted on August 31, 2020 by santanu99 — No Comments ↓ আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগষ্ট ৷। সোমবার রাজ্যর নতুন করে করোনা আক্রান্ত হয় ৫০৯ জন। তার মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায়ই ২৫৮ জন। বাকি উত্তর ত্রিপুরায় ২৩ জন, ধলাই ২৭ জন, খোয়াই ৪৩ জন, সিপাহীজলা ৩০ জন, গোমতী ৪২ জন, দক্ষিণ ত্রিপুরা ৩৪ জন এবং ঊনকোটি ৫২ জন। এদিন নমুনা পরীক্ষা করা হয় ৩,০৪৯ জনের। এদিন করোনায় রাজ্যে মৃত্যু হয় ১০ জনের। সুস্থ হয়ে ছুটি পায় ২২১ জন।