বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ সেপ্টেম্বর ৷। গোপন খবরের ভিত্তিতে একটি যাত্রীবাহি বাস থেকে নেশা সামগ্রী উদ্ধার করলো শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, শান্তিরবাজার থানার পুলিশের নিকট খবর আসে টি আর ০৮ ১২৬১ নাম্বারের এসি বাসে বিপুল পরিমানে নেশা সামগ্রী নিয়ে আসা হচ্ছে। বাসটি আগরতলা থেকে মুহুরীপুর যাচ্ছিলো। গোপন খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলশি থানা সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে চেকিং করতে বসে। এর মধ্যে বাসটি থানা সংলগ্ন এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাসটিকে আটক করে শান্তিরবাজার থানার পুলিশ। বাসটি আটক করে তল্লাসি চালিয়ে দুই পেটি বিভিন্ন ব্রেন্ডের বিলেতি মদ উদ্ধার করলো শান্তিরবাজার থানার পুলিশ। এই মদগুলি বাজেয়াপ্ত করে গাড়ীর মালিক অসিম পালকে (৪০) আটক করলো শান্তিরবাজার থানার পুলিশ। জানা যায়, অসিম পাল শান্তিরবাজার মহকুমার মুহুরিপুর আশ্রম পাড়ার বাসিন্দা। শান্তিরবাজার দিয়ে প্রতিনিয়ত বাসে করে নেশা সামগ্রী নিয়ে যায় নেশা কারবারীরা। শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী ও এস আই সঞ্জয় দের্বমার যৌথ উদ্দ্যোগে এই অভিযান চালানো হয়। এই অভিযান সম্পর্কে বলতে গিয়ে শান্তির বাজার থানার ওসি জানান, আসন্ন বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে প্রতিনিয়ত এই ধরনের অভিযান জারী থাকবে। যাতে করে পূজার সময় কোনো প্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে। অপরদিকে অভিযান সম্পর্কে এস আই সঞ্জয় দেবর্বমা জানান, এদিনের অভিযানে ২৮ বোতল বিভিন্ন ব্রেন্ডের মদ উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৫ হাজার ৫০০ টাকা বলে জানা যায়। তার পাশাপাশি গড়ীর মালিককে আটক করা হয় বলে জানান।