আপডেট প্রতিনিধি, উদয়পুর, ১৯ সেপ্টেম্বর || আগামী ২১শে সেপ্টেম্বর বিভিন্ন দাবিতে ১২ ঘন্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছে কংগ্রেস। এই বনধকে সফল করার জন্য কিছুদিন ধরেই প্রচার চালিয়ে যাচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
শনিবার কংগ্রেস নেতা বীরজিৎ সিনহার নেতৃত্বে উদয়পুর রাজপথে ২১শে সেপ্টেম্বর এিপুরা বনধের সমর্থনে এক মিছিল সংগঠিত করা হয়। পাশাপাশি এদিন উদয়পুর কংগ্রেস ভবনে এক প্রস্তুতি সভাও করা হয়।