আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর || ছাত্র-ছাত্রীদের স্বার্থ সুরক্ষিত রাখতে সর্বদা জাগ্রত ছাত্র নেতা সম্রাট রায়। রাজধানীর টি এম সি মেডিক্যাল কলেজে ফিস বৃদ্ধির প্রতিবাদে রাজ্য এন এস ইউ আই’র লড়াকু ছাত্র নেতা সম্রাট রায়ের নেতৃত্বে শনিবার ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের নিকট বর্ধিত ফিস প্রত্যাহারের দাবীতে এক স্মারকলিপি প্রদান করা হয়। এদিন ছাত্রনেতা সম্রাট রায় জানান, অবিলম্বে ছাত্র-ছাত্রীদের স্বার্থে বর্ধিত ফিস প্রত্যাহার না করলে রাজ্য জুড়ে এন এস ইউ আই ছাত্র-ছাত্রীদের স্বার্থ সুরক্ষিত রাখতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।