অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপ নিয়ে নানা জল্পনা কল্পনার সাথে চলছে চূড়ান্ত দল ঘোষণার হিড়িক। ৭ জানুয়ারি দল ঘোষণার শেষ দিন হওয়ায়, এদিন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কার পাশাপাশি দল ঘোষণা করেছে জিম্বাবুয়েও।
স্পেশালিষ্ট স্পিনার সৈয়দ আজমলের নিষেধাজ্ঞা ও শেষদিকে এসে মোহাম্মদ হাফিজের বোলিং অবৈধ ঘোষণা সব মিলিয়ে বিশ্বকাপের আগে স্বস্তিতে ছিল না পাকিস্তান দল।
তবে এসব বাধাকে পেছনে ফেলে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে দলটি। যাতে রঙ্গিন পোষাকে আবারো ফিরছেন অভিজ্ঞ ইউনিস খান। শুধু ব্যাটিংয়ের কথা মাথায় রেখে রাখা হয়েছে মোহাম্মদ হাফিজকেও।
তবে কপাল পুড়েছে শোয়েব মালিক, কামরান আকমল ও সৈয়দ আজমলদের মতো ক্রিকেটারদের।
মিসবাহ উল হকের নেতৃত্বে এই স্কোয়াডের অন্যান্যরা হলেন , আহমেদ শেহজাদ, এহসান আদিল, হারিস সোহাইল, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, শোয়েব মাকসুদ, সোহাইল খান, উমর আকমল, ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ।
আরেক এশিয়ার দল শ্রীলঙ্কাও ঘোষণা করেছে ১৫ সদস্যের বিশ্বকাপ দল। যাতে ফিটনেস পরীক্ষায় উতরানোর শর্তে রাখা হয়েছে অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গাকে। এছাড়া পুরো দলই আছে অপরিবর্তিত। কেবল নিয়মিত দল থেকে বাদ পড়েছেন শামিন্দা এরেঙ্গা।
অ্যাঞ্জেলো ম্যাথুসের নেতৃত্বে এই দলের অন্যান্যরা হলেন তিলকারাত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়ার্ধনে, লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্ডিমাল, দিমুথ কারুনারাত্নে, জিভান মেন্ডিস, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, দামিঙ্কা প্রাসাদ, নুয়ান কুলাসেকারা, রঙ্গানা হেরাথ ও সচিত্র সেনানায়েকে।
এছাড়া দল ঘোষণা করেছে জিম্বাবুয়েও। যাতে ২০০১ সালে অভিষেক হওয়া হ্যামিলটন মাসাকাদজা প্রথমবারের মত বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন।
তিনি ছাড়াও এলটন চিগুম্বুরার নেতৃত্বে এই দলে আছেন সিকান্দার রাজা, চাকাভা, চাতারা, চিবাবা, এরভিন, কামুঙ্গোজি, মাটসিকেনেরিয়া, মিরে, মুপারিওয়া, পানিয়াঙ্গারা, টেইলর, উতসেয়া ও উইলিয়ামস।