আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর ৷। দুদিনের রাজ্য সফরে এলেন ইজরাইলের রাষ্ট্রদূত রন মালকা। বৃহস্পতিবার তিনি রাজ্যের নীরমহল, উজ্জয়ন্ত প্রাসাদ, পূর্বাশা সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এদিন তিনি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে রাজ্যের পর্যটন বিকাশ নিয়ে আলোচনা করেন। রাজ্যে এসে তিনি রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করেন। রাজ্যের বাঁশ বেত শিল্প এবং রাজ্যের পর্যটন শিল্প উন্নয়নে রাজ্য সরকারের পাশে থাকবেন বলে জানান তিনি।