SHG গ্রুপকে একত্রিত করে সোসাইটি গঠন

vlcsnap-error045আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ০৬ নভেম্বর ৷। মহিলাদের স্বনির্ভর করতে এবার SHG গ্রুপগুলোকে একত্রিত করে এলাকা ভিত্তিক কো-অপারেটিভ সোসাইটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় তেলিয়ামুড়া পৌর পরিষদের কনফারেন্স হলে এ ধরনের একটি ALF গঠিত হয়। সর্বজয়ী ALF মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ৭ জনকে নিয়ে মূল কমিটি গঠিত হয়েছে। তেলিয়ামুড়া পৌর পরিষদের আট নম্বর ওয়ার্ডের ১৩টি SHG গ্রুপকে একত্রিত করে এই সোসাইটি গঠন করা হয়েছে। সোসাইটির সভানেত্রী হিসেবে উপস্থিত ছিলেন অনিমা রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান নীতিন কুমার সাহা, ত্রিপুরা কো-অপারেটিভ সোসাইটির সিএমএম কিশোর আচার্য, সমবায় পরিদর্শক হিমাংশু দেববর্মা প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*