আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর || প্রয়াত হলেন সিপিয়াই(এম) নেতা তথা বাম যুব সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক অমল চক্রবর্তীর পিতা শ্যামপদ চক্রবর্তী। দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রয়াত শ্যামপদ চক্রবর্তীকে শেষ শ্রদ্ধা জানাতে উনার বাড়িতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। কথা বলেন পরিবার পরিজনদের সাথে। কথা বলেন সিপিয়াই(এম) নেতা অমল চক্রবর্তীর সাথে।