সাগর দেব, তেলিয়ামুড়া, ১০ নভেম্বর ৷। সাত সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খেলার ছলে অকালেই ঝরে গেল ১৩ বছর বয়সি এক নাবালকের তরতাজা প্রাণ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট বাজার শেড সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সাত সকালে আনুমানিক ৯টা ৪০ মিনিট নাগাদ চাকমাঘাট ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা গোপাল দাসের ১৩ বছর বয়সী নাবালক পুত্র পর্ণজিৎ দাস নিজের গৃহপালিত গবাদি পশুর জন্য ঘাস কাটতে যায় নিজ বাড়ি থেকে কিছু দূরে একটি জমিতে। কিন্তু নাবালক পর্ণজিৎ দাস পাশেই একটি বিদ্যুৎ পরিবাহী তার পড়ে থাকতে প্রত্যক্ষ করে এবং তৎক্ষণাৎ ওই বিদ্যুৎ পরিবাহী পড়ে থাকা তাড়টি স্পর্শ করা মাত্রই নাবালক পর্ণজিৎ বিদ্যুতের সংস্পর্শে চলে আসে। এরপর দীর্ঘক্ষন ধরেই এভাবেই পড়ে থাকে পর্ণজিৎ দাস। যদিও কিছুক্ষন পরে আশপাশের স্থায়ী প্রতিবেশীরা এই বিষয়টি প্রত্যক্ষ করে এবং সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে থাকা আহত অবস্থায় পর্ণজিৎ-কে তড়িঘরি করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা হলো না পর্ণজিৎ এর । পরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা দীর্ঘক্ষণ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবার পরে ১৩ বছর বয়সী নাবালক পর্ণজিৎ দাসকে মৃত বলে ঘোষণা করেন। সাত সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নাবালক শিশুর মৃত্যুবরণের এই ঘটনাকে ঘিরে গোটা চাকমাঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।