সাগর দেব, তেলিয়ামুড়া, ১০ নভেম্বর ৷। রাজ্যে আসন্ন পাহাড়ের এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ের রাজ্য রাজনীতি একপ্রকার সর-গরম হয়ে উঠছে চারিদিকে। মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ তেলিয়ামুড়া মহকুমাধীন মুঙ্গিয়াকামী বাজারের কমিউনিটি হলে “আঠারমুড়া রিজিউনাল কমিটি”র উদ্যোগে “IPFT”-র তরফ থেকে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এক দিনের সেমিনার অনুষ্ঠিত হয়। IPFT-র এই অঞ্চল কমিটির এক দিনের সেমিনারে উপস্থিত ছিলেন মুঙ্গিয়াকামী ব্লকের চেয়ারম্যান সুনীল দেববর্মা, “IPFT”-র নেতৃত্ব গৌরব দেববর্মা সহ আরও অন্যান্য নেতৃত্বরা। মুঙ্গিয়াকামীর কমিউনিটি হলে অনুষ্ঠিত এই “IPFT”-র অঞ্চল কমিটির সেমিনারে তেলিয়ামুড়া ডিভিশনের অধীনস্ত আঠারমুড়া রিজিউনালের অন্তর্গত মোট ৪টি এডিসি ভিলেজের পার্টির সকল কর্মীরাই অংশগ্রহণ করে। যা বরাবরই চোখে পড়ার মতো।
উল্লেখ্য, যদিও এই ৪টি এডিসি ভিলেজ নিয়েই ১টি অঞ্চল কমিটি গঠিত হয়।