আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর || আবারো আক্রান্ত সংবাদমাধ্যম। এবার ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগরের বাজারের মধ্যে রবিবার রাতে একটি মারপিটের খবর সংগ্রহ করতে যায় নিউজ দিগন্ত বার্তা ধর্মনগরের সাংবাদিক বিশ্বজিৎ দে। ভিডিও রেকর্ডিং করার সময় ওই দুষ্কৃতীরা সাংবাদিক বিশ্বজিৎ দে’র উপর চড়াও হয় এবং আক্রমণ চালায়। জানা যায়, দুষ্কৃতিকারিরা উনার বাইক ভাঙচুর করে এবং ক্যামেরা ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তৎক্ষণাৎ পেছন থেকে কোন একজন উনার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এই বিষয় নিয়ে ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয়।