আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৮ নভেম্বর ৷। গাঁজা বিরোধী অভিযানে আবারও বড়সর সাফল্য পেলো সোনামুড়া থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ’র ৭৪ নাম্বার ব্যাটেলিয়ান এবং বক্সনগর বনদপ্তর ও ডি আই বি মেলাঘর সহ বিশাল টি এস আর বাহীনি নিয়ে অভিযান চালিয়ে ময়নামা, মগবাড়ী ও মুতিনগর এলাকার ১৭টি ভিটা থেকে প্রায় ১৫০ লক্ষ টাকার গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। এইদিন সোনামুড়া থানার এসআই ডেভিট ডারলং এর নেতৃত্বে সকাল ৮টা থেকে এই অভিযান চলে।