বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ নভেম্বর ৷। এক্সেল ভেঙ্গে রাবার বোঝাই লরি দূর্ঘটনার কবলে। ঘটনায় আহত হয় ১ জন। ঘটনা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দশমী রিয়াং পাড়ার রাস্তার মাথায় ৮নং জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, TR01 S 1885 নম্বরের একটি লরি জোলাইবাড়ি থেকে রাবার বোঝাই করে উদয়পুর আসছিল। হঠাৎ গাড়ির এক্সেল ভেঙ্গে দূর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় মনপাথর থানার পুলিশ। পুলিশ আহত লরির সহ-চালককে হাসপাতালে নিয়ে যান।