বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ নভেম্বর ৷। মনপাথর ব্যবসায়ী সংঘের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় শিশু উৎসব ২০২০। অন্যান্য বছরের ন্যায় এই বছরও মনপাথর এলাকার ব্যবসায়ী সংঘের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় শিশু উৎসব। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা। উদ্ভোদকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং ও অন্যান্য অতিথিবৃন্দরা। ব্যবসায়ী সংঘ কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে বালক সেবা, কৃষক এবং মেধা ছাত্র-ছাত্রীদের সন্মননা প্রদান করা হয়। তার পাশাপাশি করোনা মহামারী চলাকালিন সামনের সারির যোদ্ধা ডাক্তার, পুলিশ ও সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ব্যবসায়ী সংঘের এই ধরনের উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তার পাশাপাশি শিশু উৎসবে আগত শিশুর অভিবাবকদের শিশুদের প্রতি যত্ন নেবার জন্য বিশেষ আহব্বান জানান।