চুরি যাওয়া বাইক উদ্ধার করলো মনপাথর ফাঁড়ী থানার পুলিশ

IMG-20201120-WA0021বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ নভেম্বর ৷। সালথাংমনু পঞ্চায়েত সংলগ্ন এলাকা থেকে এলাকাবাসীর সহযোগীতায় চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার করলো মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। ঘটনার বিবরনে জানা যার, গত ১৭ তারিখ মন পাথর এলাকার বাসিন্দা সঞ্জীব মজুমদারের বাড়ীর সামনে থেকে টি আর ০৩ এ ৯৭২৮ নম্বরের বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল। সঞ্জীব মজুমদারের বাড়ী মনপাথর বাজারে। দিনের বেলা বাজার থেকে এই ধরনের চুরি হোওয়াতে মনপাথর এলকার বাইকের মালিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এই চুরি বিষয় জানিয়ে সঞ্জীব মজুমদার মনপাথর ফাঁড়ী থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, লিখিত অভিযোগ পেয়ে পুলিশ বাইকটি খোঁজাখুজি শুরু করে। পরবর্তী সময় বৃহস্পতিবার রাতে এলাকার লোকজন সালথাংমনু পঞ্চায়েত সংলগ্ন এলাকায় পরিত্যক্ত জায়গায় বাইকটি পরে থাকতে দেখে এলাকাবাসী। এই বাইক দেখার পর এলাকাবাসী বিষয়টি বাইকের মালিক ও মনপাথর ফাঁড়ী থানার আরক্ষা প্রসাশনকে জানান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মনপাথর ফাঁড়ী থানার পুলিশ ও বাইকের মালিক। বাইকের মালিকে উপস্থিতিতে বাইকটি চিহ্নিত করে বাইকের মালিকের হাতে বাইকটি তুলে দিলো মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। তবে বাইক উদ্ধার হলেও বাইক চোরকে আটক করতে অক্ষম পুলিশ। এখন বাইকে মালিক ও মনপাথর এলাকাবাসী চাইছে বাইক চোরকে আটক করে শাস্তি প্রদান করা হোক যাতে করে আগামীদিনে অন্য কেউ এই ধরনের কাজ করার সাহস না পায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*