বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ ডিসেম্বর || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজার সংলগ্ন এলাকায় টিআরপি ও পিটিজি দপ্তরের উদ্দ্যোগে এক শিলান্যাস অনুষ্ঠানের আজোয়জন করা হয়। এই শিলান্যাসটি ছিলো ভোকেশনাল ট্রেনিং সোন্টারের। এই অনুষ্ঠানে ট্রেনিং সেন্টারের শুভ শিলান্যাস করেন ত্রিপুরার বন দপ্তর ও পি টি জি দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। অনুষ্ঠানে উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক প্রেম কুমার রিয়াং, বিধায়ক প্রমোদ রিয়াং, আর ডি দপ্তরের এক্সিউটিভ উকেন্দ্র রিয়াং, বিশিষ্ট সমাজসেবী মানিক রিয়াং, বিশিষ্ট সমাজসেবী শুক্লা চরন নোয়াতিয়া সহ অন্যান্য সন্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের গুরুত্ব সম্পর্কে ও রাজ্যে বিজেপি-আই পি এফ টি জোট সরকারের উন্নয়নমূলক কর্মসূচির কথা সকলের সামনে উপস্থান করেন। পি টি জি দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে লোকজনের উপস্থিতির হার ছিলো লক্ষনীয়।