বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ ডিসেম্বর || বগাফা কৃষি দপ্তরের উদ্দ্যোগে বেতাগা ও জোলাইবাড়ী এলাকায় কৃকষদের মধ্যে উন্নত প্রযুক্তির ধানচাষের মেশিন প্রদর্শন করা হয়। বাগাফা কৃষিদপ্তরের উদ্দ্যোগে সোমবার বাজার সংলগ্ন এলাকায় ও পশ্চিম
জোলাইবাড়ী এলাকায় কৃষকদের মাঠে উন্নত প্রযুক্তির ধান চাষের জন্য মিনি ট্রাকটার মেশিন প্রদর্শন করা হয়। বিগত দিনে শান্তির বাজার কৃষি আধিকারীক থাকাকালীন কৃষদের শুধুমাত্র নিম্নমানের কেমকো ট্রাকটার দেওয়া হতো। শান্তির বাজারে কেমকো ট্রাকটারের সোরুম থাকার ফলে কৃষকরা শুধুমাত্র কেমকো ট্রাকটারের কথা জানতো। বর্তমানে বগাফা কৃষি দপ্তরে নতুন আধিকারিক হিসাবে সুজিত কুমার দাস দায়িত্ব পাওয়ার পর তিনি কৃষকদের স্বার্থে নানান পরিকল্পনা হাতে নিয়েছেন। এরইমধ্যে কৃষকদের কৃষিকাজের সুবিধার্থে স্বল্প বাজাটে মেশিন ক্রয় করার জন্য উন্নতমানের মিনি ট্রাকটার প্রদর্শন করা হলো। কৃষি আধিকারিক জানান, কৃষকদের এই ট্রাকটারগুলি পছন্দ হলে সাবসিডির মাধ্যমে ট্রাকটার দেওয়া হবে। এই মেশিনের মাধ্যমে অনেকগুলি কাজ অনেক সাথে করা যায়। এই দুইটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা কৃষি আধিকারিক সুজিত কুমার দাস, বাইখোড়া কৃষি দপ্তরের সেক্টর অফিসার দীপক দাস, জোলাইবাড়ী কৃষি দপ্তরের সেক্টর অফিসার অসীম দেদর্বমা, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দরা। কৃষি দপ্তর কতৃক আয়োজিত এই প্রদশনী অনুষ্ঠানে কৃষকদের মধ্যে উৎসাহ ছিলো লক্ষ্যনিয়।