আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর || পানিসাগর সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার পানিসাগরে গিয়ে যুবরাজনগর দেওছড়া রাস্তায় জুরি নদীর উপর নবনির্মিত অটল সেতুর উদ্বোধন করলেন তিনি। এরপর তিনি নবনির্মিত তিলথাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন।