আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর || সোমবার পানিসাগর সফরে গিয়ে পানিসাগরের নবনির্মিত তিলথাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন সেখানে ২০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী সেখানকার পরিকাঠামো ঘুরে দেখেন এবং চিকিত্সক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সমস্ত মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্য সরকার দায়বদ্ধ। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই রাজ্য সরকার তার কার্যধারা সম্পাদন করছে।