সাগার দেব, তেলিয়ামুড়া, ০২ জানুয়ারি || বন্য দাঁতাল হাতির তাণ্ডবে কৃষকরা ক্ষতিপূরণ সহ নিরাপত্তার দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমা ঘাট মহকুমা শাসক অফিস সংলগ্ন আসাম-আগরতলা জাতীয় সড়কে। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এলে ও অবরোধকারীদের সাথে কথা বার্তা হয় অবরোধ মুক্ত করার জন্য। কিন্তু অবরোধকারীদের দাবি তাদের ক্ষয়ক্ষতি এবং রাতের বেলায় নিরাপত্তা সুনিশ্চিত প্রতিবিধানের আশ্বাস দিতে হবে মহকুমা শাসক তবেই তারা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করবে। উল্লেখ্য, চাকমাঘাটের কৃষি প্রধান এলাকাগুলিতে বন্য হাতির দল প্রতিদিন রাতেই নির্বিচারে কৃষিজ ফসল নষ্ট করে। এমনকি কৃষকদের বাড়ি ঘর ভেঙে তছনছ করে দেয়। কোন কোন সময় জীবন হানিও ঘটে থাকে। এমন অবস্থা দীর্ঘ বছর ধরে চলে আসলেও তেলিয়ামুড়া মহাকুমা প্রশাসন এবং খোয়াই জেলা বন আধিকারিক দপ্তর থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ অবরোধকারীদের। অবশেষে অবরোধ স্থলে এসে হাজির হয় তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য্য এবং খোয়াই জেলা বন আধিকারিক ডক্টর নিরাজ কুমার চঞ্চল সহ বিশাল পুলিশ বাহিনী। পরে অবরোধকারীদের সাথে মহকুমা শাসক এবং খোয়াই জেলা বন আধিকারিকের দফায় দফায় আলোচনায় অবশেষে অবরোধমুক্ত হয় জাতীয় সড়ক।