আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ০৩ জানুয়ারী || বন্যহাতির তাণ্ডবে নাজেহাল তেলিয়ামুড়া মহকুমা। উওর কৃষ্ণপুর গ্ৰাম পঞ্চায়েতের অধিন বালুছড়া এলাকায় নিশি রাতে প্রায় প্রতিদিনই তান্ডব চালায় বলে গ্রামবাসীদের অভিযোগ। ইংরেজি ২০২১ সালের প্রথম রাতেই বালুছড়া সহ মাইগঙ্গা এলাকার মানুষের ঘুম কেরে নিচ্ছে। বছরের প্রথম দিনেই বেশ কয়েকটি বাড়িঘর এবং বিভিন্ন গাছ পালা ধংস করে বন্য হাতি। দীর্ঘদিন ধরেই বন্য হাতির তাণ্ডব চলছে ঐসকল এলাকায়। এই নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিলে তারা আসে। গ্ৰামবাসীদের বক্তব্য তাদের খবর দিলে তারা নাকি ঠিক সময় আসে না। এই দিকে গ্ৰামবাসীর ঘুম কেরে নিয়ে মূল্যবান গাছপালা নষ্ট করছে হাতি।