আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ০৪ জানুয়ারী || ৭৬তম জনশিক্ষা দিবস উপলক্ষে সারা রাজ্যের ন্যায় GMP তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয় রবিবার সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ চাকমা ঘাট ব্রিজ সংলগ্ন এলাকায়। উক্ত জনসমাবেশে উপস্থিত ছিলেন সিপিআই(এম) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা GMP কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন চৌধুরী। এছাড়াও জনসমাবেশে উপস্থিত ছিলেন সিপিআই(এম) খোয়াই জেলা কমিটির সম্পাদক রঞ্জিত দেববর্মা, সিপিআই(এম) তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্তকুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক মনিন্দ্র দাস, প্রাক্তন বিধায়িকা গৌরী দাস সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এই জনসমাবেশে দলের কর্মী-সমর্থকদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে উক্ত জনসমাবেশকে ঘিরে তেলিয়ামুড়া থানার পুলিশ টিএসআর সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও মোতায়েন করা হয়েছিল।
