বিধায়কের হাত ধরে উদ্ভোদন হল মহিলা সশক্তিকরন পরিকল্পনার

IMG_20210115_115222বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জানুয়ারী || শান্তির বাজার মহকুমার অন্তর্গত কাঞ্চনগর গ্রাম পঞ্চায়েতের পাশে বগাফা পঞ্চায়েত সমিতির আর্থিক সহযোগিতায় গড়ে উঠেছে মহিলা সশক্তিকরন পরিকল্পনা কার্যালয়ের। বগাফা পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে ১ লক্ষ ১২ হাজার ২৫০ টাকা ব্যয় করে ১৫টি সেলাই মেশিন ও ১টি ইন্টারলক মেশিন ক্রয় করা হয়েছে। যার মধ্যদিয়ে বগাফা ব্লকের অধীনে টি আর এল এম’এ থাকা স্ব-সহায়ক দলের মহিলারা প্রশিক্ষনের মাধ্যমে কাপড়ের জিনিষ তৈরি করে সেগুলো বাজারজাত করে আর্থিক দিক দিয়ে সাবলম্বী হতে পারবে।
বুধবার ফলক উন্মোচনের মধ্যদিয়ে এই কার্যালয়ের শুভ উদ্ভোধন করলেন ৩৬-শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্ভোদকের পাশাপাশি উপস্থিত ছিলেন বগাফা ব্লকে বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, বগাফা ব্লকের বিডিও রূপন দাস সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*