আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী || উত্তর-পূর্ব এলাকা সমূহ পুনর্গঠন আইন ১৯৭১ অনুসারে ১৯৭২ সালের ২১শে জানুয়ারী ত্রিপুরা ঘোষিত হয় পূর্ণরাজ্যে। যথাযোগ্য মর্যাদায় সরকারি-বেসরকারি ভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য পালন করে দিবসটি।
বৃহস্পতিবার ত্রিপুরা পূর্ণরাজ্য দিবসের সুবর্ণজয়ন্তী বর্ষ উদয়াপনের অঙ্গ হিসেবে রাজ্যের যুব বিকাশ কেন্দ্র এবং নিফা ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে সারা দেশব্যাপী সদভাবনা যাত্রার সূচনা কর হয়। এদিন আগরতলার উজ্জয়ন্ত প্যালেস প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সবুজ পতাকা নেড়ে যাত্রা শুরুর সবুজ সংকেত দেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, যুব বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা দেবাশীষ মজুমদার, নিফা’ প্রতিষ্ঠাতা প্রিতপাল সিং পান্নু প্রমুখ। এদিন সুসজ্জিত দুটি গড়ি রওনা হয়, যা ৫০ দিনে দেশের সবকটি রাজ্য ও কেন্দ্র শাসিত রাজ্য পরিক্রমা করে রাজ্যে ফিরবেন। ভ্রমণকালে বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রীসভার সদস্য, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সমাজ কর্মীদের সাথে মিলিত হয়ে ত্রিপুরা পূর্ণরাজ্যের ইতিহাস ও সাংস্কৃতিক মত বিনিময় করবে। দুটি গাড়িতে মোট ১২ জন স্বেচ্ছাসেবী এই সদভাবনা যাত্রায় অংশ নেন।
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের সূচনা করে বলেন, দেশের আসল কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ দেশ পরিক্রমা করতেই হবে। তিনি বলেন, আমি যুব বিকাশ কেন্দ্রের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তাঁরা রাজ্য ব্যাপী এই পরিক্রমার মাধ্যমে আমাদের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে সকলকে অবগত করছেন। মুখ্যমন্ত্রী বলেন, এই পরিক্রমার মাধ্যমে যে ১২জন সমগ্র দেশ ভ্রমণে বেরিয়েছেন আমার বিশ্বাস তাঁরা এক ভৈবিক অনুভূতি নিয়ে অনেক সাফল্য নিয়ে ফিরে আসবেন।