গোপাল সিং, খোয়াই, ৩১ মার্চ || খোয়াই জেলা আশারাম বাড়ি এলাকায় কাল বৈশাখি ঝড়ে নষ্ট হয় বেশ কিছু বাড়ি ঘর সহ বাজার ও সরকারি সম্পদ। মঙ্গলবারের ঝড়ে ধংস হয়ে যাবার পর এলাকার জনগন দিসেহারা হয়ে পড়ে। বিদুৎ এর খুটি সহ মেবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়। ঐ এলাকায় এমনিতেই কিছু পরিবার স্বাধীনতার ৭০ বৎসর পরও সরকারি সুযোগ সুবিধা থেকে অনেক পেছিয়ে। তারপরও সংসার চালাতে বাঁচার জন্য বেঁচে আছে। অসহায় আশারাম বাড়ির জনগন তাকিয়ে সরকারের দৃষ্ট আকর্ষণ করার জন্য।