সাগর দেব, তেলিয়ামুড়া, ৩১ মার্চ || সাতসকালে এক যুবকের রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার। নাম নিখিল ভৌমিক, বয়স ২৬ বছর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন খাসিয়া মঙ্গল এলাকার তৈদু-অম্পি রাস্তায়। ঘটনায় জানা যায়, মঙ্গলবার রাতে খাওয়া দাওয়ার পর কোন এক সময় ঘর থেকে বেরিয়ে পড়ে সে। রাতে আর ঘরে ফেরেনি। সকাল হতেই পথচারীরা তার রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেয়। সঙ্গে সঙ্গেই ছুটি আছে তার বাবা-মা সহ পরিবারের অন্যান্যরা। ছুটে আসে পাড়ার অনেক লোকজন। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ। ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহটি তুলে দেয় কর্তব্যরত চিকিৎসক। এব্যাপারে মৃত যুবকের বাবা সুদর্শন ভৌমিক জানায়, পেশায় সে একজন রং মিস্ত্রি ছিল। মঙ্গলবার রাতে কোন এক সময় ঘর থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি। তবে তিনি এও বলেন, যে জায়গাটিতে তার মৃতদেহ পাওয়া গেছে সেই জায়গাটি খুব একটা ভালো নয়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটা তিনি বলতে পারেননি। তবে পুলিশের আসল তদন্তে বেরিয়ে আসবে মূল মৃত্যু রহস্য।