আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ || মিড ডে মিল নিয়ে রাজধানীর বড়দোয়ালি স্কুলে ধুমধুমার কান্ড। জানা যায়, বুধবার সকালে মিড ডে মিল নিয়ে বড়দোয়ালি স্কুলের মিড ডে মিল কর্মী এবং প্রধান শিক্ষকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পর তা হাতাহাতিতে চলে যায়। এরপরই ভাঙচুর করা হয় স্কুলের চেয়ার টেবিল সহ বিভিন্ন সামগ্রী। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে অরুন্ধতী নগর থানার পুলিশ। পুলিশ এসে অভিযুক্তকে অরুন্ধতী নগর থানার পুলিশ আটক করেন।