বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ মে || করোনা মহামারির মধ্যে সুদীপ রায় বর্মন ফ্যান ক্লাবের সদস্যদের উদ্দ্যেগে শুরু হতে চলেছে ‘ভয় নেই পাশে আছি আমরা’।
বৃহস্পতিবার মহামুনি এলাকায় সুদীপ রায় বর্মন ফ্যান ক্লাবের উদ্দ্যোগে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সন্মেলনের মাধ্যমে ফ্যান ক্লাবের সদস্যরা জানান ৩৬-শান্তিরবাজার বিধানসভায় কোনো পরিবারের লোকজন করোনা আক্রান্ত হয়ে ঘরে থাকলে তাদের কাছে দু’বেলা খাবার পৌঁছে দেবে ফ্যান ক্লাবের সদস্যরা। উনারা জানান, আগামীদিনে ক্লাবের উদ্দ্যোগে এম্বুলেন্সের আয়োজন করা হবে। উনারা জানান, প্রথম অবস্থায় মহকুমার ৫ জায়গায় এই পরিষেবা চালু করা হবে। তার জন্য উনারা মহকুমার বীরচন্দ্র নগর প্রতিনিধি অজিত দত্ত (৯৬১২৬৩৫০৬৪), বগাফার মানিক দাস (৯৮৬২৫২৭০৪৪), আর কে গঞ্জের প্রতিনিধি শঙ্কর দাস (৯৮৬২৩০৫৮৭১), সুভাষ কলোনী প্রতিনিধি (৯৮৬২৪৮২২৩১), শান্তির বাজার প্রতিনিধি বিপ্লব বৈদ্য (৯৮৬২০৭৯৩৪১) সকলের যোগাযোগ নাম্বার সহ বিবরণ জানিয়েছেন। মহকুমার কোনো লোকজন অসুবিধার সন্মুখিন হলে এই সকল প্রতিনিধিদের ফোন করলে ক্লাবের সদস্যরা সাহায্যের হাত বাড়ীয়ে দিবেন বলে জানান।