আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মে || গত ৪ঠা মে থেকে জিরানীয়া মহকুমা শাসকের অধীনে জিরানীয়া মহকুমার দুটি স্কাউট শাখা, রানীর বাজার স্কাউট শাখা ও পুরাতন আগরতলা স্কাউট শাখা মিলে জিরানীয়া রেলওয়ে স্টেশনে বহিঃরাজ্য ও বহিঃজেলা থেকে আসা রেল যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা ও তাদের করোনা পরীক্ষা করার ক্ষেত্রে স্বাস্থ্য কর্মীদের সাহায্য করে যাচ্ছে। প্রত্যেক দিন স্টেশনটি সেনিটাইজ করার কাজ করছে এই স্কাউট টিম। পাশাপাশি জিরানীয়া মহকুমা সমস্ত করোনা পরীক্ষা কেন্দ্রে সেখানে জনসাধারণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্য কর্মীদের সাহায্য করা ও বিভিন্ন স্থানে সেনিটাইজ এর কাজ করছে তারা। তার পাশাপাশি জিরানীয়া মহকুমায় যতগুলো ব্যাঙ্ক রয়েছে সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনসাধারণকে সচেতন করা ও জিরানীয়া মহকুমা মাধববাড়িস্থিত ইনটার স্টেট ট্রাক ট্রামিনালে বহিঃরাজ্য থেকে আসা সমস্ত ট্রাক ড্রাইভার ও তার সহকারীকে থার্মাল স্কিনিং করা ও পরে তাদেরকে করোনা পরীক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার কাজ কর যাচ্ছে টিমগুলো। জানা যায়, দুটি শাখা মিলে প্রায় ৩০ জন স্কাউট ও গাইড এবং রোভার রেনজার কাজ করছে। তারা জানান, এই কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে।