আন্তর্জাতিক ডেস্ক ।। ব্রিটেনে সন্ত্রাস ছড়াতে ব্রিটিশ তরুণীদের প্রধান হাতিয়ার হিসেবে টার্গেট করেছে আইএসআইএল। নতুন করে তরুণীদের নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিংস কলেজ এমনটাই দাবি করেছে।
দ্যা ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্যা স্টাডি অব র্যাডিক্যালাইজেশন (আইসিএসআর) নামের এক গোপন অনুসন্ধানে হাতে এসেছে ৩০ ব্রিটিশ তরুণীর নাম।
সূত্রের খবর, ওই মহিলারা সিরিয়ায় জেহাদি ট্রেনিং নিয়ে ব্রিটেনে ফিরে সেদেশে জেহাদের লক্ষ্যে স্থানীয় মহিলাদের উজ্জীবিত করছে। ব্রিটিশ
মহিলাদের প্রভাবিত করতে ওই মহিলারা ব্যবহার করছে নারী আবেগকে।
তাদের দাবি, মহিলারা লড়তে পারে এটা দেখিয়ে দিতে হবে। সেইসঙ্গে ওই মহিলাদের দাবি, ব্রিটিশ মহিলারা পৃথিবীর সব থেকে যোগ্য জেহাদি।
চার্লি হেবডো পরবর্তী ইউরোপে জারি হয়েছে চরম সতর্কতা।
ইসলামিক দেশ গঠনের লক্ষ্যে কাজ করছে এরকম সন্দেহে গ্রেফতার করা হচ্ছে প্রচুর মানুষকে। সেখানে এ তথ্য নতুন করে আতঙ্কের সৃষ্টি করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।