বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ জুলাই ||
শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দক্ষিন জোলাইবাড়ী বাগান টিলা এলাকায় বিগত বাম আমলে লোকজনেরা রাস্তার জন্য বিশেষ অসুবিধার সন্মুখিন হয়েছিলো। বিগতদিনে বাম নেতৃত্বদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে রাজ্যে পালাবদলের পর এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী পূরন হলো। এলাকাবাসীর সুবিধার্থে নির্মান করা হলো রাস্তা। এই রাস্তা নির্মান হোওয়াতে এলাকাবাসী আনন্দে মাতোয়ারা হয়ে শনিবার রাত্রিবেলায় সকলে একত্রিত হয়ে শনিপূজার আয়োজন করলো। এই আনন্দের মুহুর্তে সংবাদ মাধ্যমের সামনে নিজেদের পতিক্রিয়া তুলে ধরলো এলাকাবাসী। এলাকার লোকজনেরা রাস্তা নির্মান হোওয়াতে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।