সমাজসেবা কর্মসূচীর মধ্যদিয়ে প্রদ্যুৎ কিশোরের জন্মদিন পালন করলো তিপ্রা মথা দলের সদস্যরা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ জুলাই || ৪ঠা জুলাই মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য এর জন্মদিন। এই জন্মদিনে সমাজসেবামূলক কর্মসূচী হাতে নিয়েছে তিপ্রা মথা দলের নেতৃবৃন্দরা। মহারাজা প্রদ্যুৎ কিশোরের দীর্ঘায়ু কামনা করে তিপ্রা মথা দলের উদ্দ্যগে ২৬ নং বীরচন্দ্র নগর কলসী কেন্দ্রের তৈকর্ম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বচ্ছভারত অভিযানের আয়োজন করে তিপ্রা মথা দলের সদস্যরা। করোনা মহামারি থেকে রক্ষা পেতে গেলে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। তাই এই মহামারির মধ্যে মহারাজা প্রদ্যুৎ কিশোরের জন্মদিনে এই ধরনের উদ্দ্যোগ হাতে নিয়েছে তিপ্রা মথা দলের নেতৃবৃন্দরা। দলের সদস্যদের উদ্দ্যেগে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সবকয়টি জায়গা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। অপরদিকে যুব সমাজকে নেশা সামগ্রী সেবন থেকে বিরত রাখার উদ্দ্যেশ্যে এদিন মহারাজর জন্মদিনে কাঁঠালিয়া স্কুল মাঠে এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন কর হয়। এই টুন্টামেন্টের মূল উদ্দ্যেশ্য যুব সমাজকে খেলা ধূলায় আকৃষ্ট করা। জানা যায়, এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করবে। মহারাজা প্রদ্যুৎ কিশোরের জন্মদিনে এই সমাজসেবা মূলক কর্মসূচী হাতে নিয়েছে দলের নেতৃবৃন্দরা। এই কর্মসূচীর মধ্যে উপস্থিত ছিলেন মনু জোনালের সাব জেডিও ফাল্গুন মুড়াসিং, জোনালের ভাইস চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গৌরব মগ চৌঁধুরী, সিনিয়র লিডার রানাকিশোর রিয়াং প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*