সাগর দেব, তেলিয়ামুড়া, ০৪ জুলাই || ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার সহযোগিতায় তেলিয়ামুড়া অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার সকালে শহরের উপর থাকা রিস্কা শ্রমিক, পথচলতি জনগণ, ব্যবসায়ী, পুলিশ, টিএসআর এবং ট্রাফিক পুলিশের হাতে N-95 মাক্স, করোনা সচেতনতা মূলক লিফলেট তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা মুখ্য সচেতক তেলিয়ামুড়া কেন্দ্রের বিধায়ক কল্যাণী রায়।এছাড়া এইদিন বিধায়িকার পক্ষ থেকে সাবান তুলে দেওয়া হয় রিসকা শ্রমিক, সাধারণ জনগণের হাতে।
বিধায়িকা জানান, নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটি বরাবরই সমাজের স্বার্থে মানুষের স্বার্থে কাজ করে চলছেন। আগামী দিনেও যাতে সংস্থার কর্ম প্রয়াস জারি থাকে তার জন্য তিনি আহব্বান রাখেন। বলা বাহুল্য, সংস্থার সদস্যরা তেলিয়ামুড়া এলাকার বিভিন্ন বাজার জনবসতি গুলিতে করোনা সচেতনতা চালিয়ে যাচ্ছেন সেই সাথে মাস্ক, সাবান বিলি করছেন জনগণের মধ্যে। তাছাড়া প্রতিনিয়ত সামাজিক কর্মসূচি তাদের অব্যাহত রয়েছে, যা প্রশংসার দাবি রাখে।