ভারী বর্ষণে পাহাড়ের ধ্বসে ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর, সরকারি অর্থে ঘর তৈরী করে দেওয়ার দাবীতে ধর্নায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৫ জুলাই || ৩০শে জুন ভারী বর্ষণে পাহাড়ের ধ্বস পড়ে ১৩ পরিবারের অধিক মানুষজনদের বসতঘর সহ ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। ঘটনা মুঙ্গিয়া কামী আর ডি ব্লকের তুই কর্মা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে তুই কর্মা এলাকার উপজাতি পরিবারগুলো সোমবার তেলিয়ামুড়া মহাকুমা প্রশাসনের কার্যালয়ে ধর্নায় বসে। পাহাড়ের ধ্বস পরে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলোর দাবী সরকার যাতে তাঁদের ঘর তৈরি করে দেয়। তারা বর্তমানে নখাতলা হাই স্কুলে পরিবার-পরিজনদের নিয়ে শরণার্থী শিবিরে রয়েছে।
অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমা ডিসিএম দেবপ্রিয়া দাস জানান, সরকারি তরফে তাদের এক লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিকে ক্ষতিগ্রস্তদের দাবি সরকারি ওই পরিমাণ টাকা দিয়ে ঘর তৈরি করা যাবে না। তাদের দাবি সরকার ঘর তৈরি করে দিক নতুবা ঘর তৈরি করার জন্য আর্থিক অনুদান বৃদ্ধি করুক। ক্ষতিগ্রস্তরা এও জানায় তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা সম্মিলিত ভাবে জাতীয় সড়ক অবরোধ করবে। এদিকে ডিসিএম দেবপ্রিয়া দাস এও বলেন, S.D.R.F এর গাইডলাইন অনুসারে এক লক্ষ টাকার অধিক মঞ্জুরি দেওয়া যায় না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*