সাগর দেব, তেলিয়ামুড়া, ০৭ জুলাই || তেলিয়ামুড়া খাসিয়া মঙ্গলস্থিত সাত মাইল এলাকায় ডাম্পিং স্টেশন তৈরি নিয়ে বিগত কয়েক মাস ধরে এলাকাজুড়ে প্রায় প্রতিনিয়ত নানা সমস্যার সৃষ্টি করে চলেছে ওই এলাকায় স্থানীয় লোকজনেরা। বিগত কিছুদিন পূর্বেও খাসিয়া মঙ্গলস্থিত সাত মাইল এলাকায় ডাম্পিং স্টেশনকে কেন্দ্র করে স্থানীয় লোকজনদের বাঁধার মুখে পড়তে হয় বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের। পরবর্তী সময়ে আশ্বাসের ফলে অস্থায়ীভাবে সমস্যা নিরসন হয়। এই একই ঘটনার পুনরাবৃত্তি হল মঙ্গলবার দুপুর আনুমানিক ২টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া খাসিয়া মঙ্গল সাত মাইল এলাকায় তেলিয়ামুড়া পৌর পরিষদের আবর্জনা নিয়ন্ত্রিত গাড়ি আবর্জনার স্তুপ নিয়ে তেলিয়ামুড়া খাসিয়া মঙ্গল সাত মাইল এলাকায় ডাম্পিং স্টেশনে আবর্জনা ফেলার জন্য গেলে ঐ এলাকার স্থানীয় লোকজনেরা বাঁধা দেয় বলে অভিযোগ। পরবর্তী সময় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ। এলাকাবাসীরা পরবর্তী সময় সাত মাইল এলাকায় পথ অবরোধ করে। এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন যাবত সাতমাইল এলাকার এই ডাম্পিং স্টেশনকে নিয়ে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে এবং তাদের আরো অভিযোগ যে এই ডাম্পিং স্টেশন এর দুর্গন্ধের ফলে এলাকার স্থানীয় লোকজনেরা বাড়ি ঘরে থাকতে পারছেন না বলেও অভিযোগ। দীর্ঘদিন যাবৎ এই সমস্যার কথা বারংবার বিভিন্ন পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না, ফলে তাদের বাড়িঘরে থাকতে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকা জুড়ে। যেহেতু এখন করোনা অতিমারির সময় সেই জায়গায় দাঁড়িয়ে এই ময়লা আবর্জনার স্তুপকে কেন্দ্র করে বাড়িঘরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন বলে এলাকাবাসীদের অভিমত। একপ্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা সাত মাইল এলাকায় পথ অবরোধ করে।
এই পথ অবরোধের খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যায় তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশবাহিনী সহ তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া এবং প্রশাসনিক বিভিন্ন আধিকারিকগণ। পরবর্তী সময় মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া এবং ডিসিএম সজল দেবনাথের সমস্যা সমাধানের আশ্বাসে দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা পর পথ অবরোধ মুক্ত হয়। এই অবরোধের ফলে দীর্ঘ সময় ধরে রাস্তার দুধারে প্রচুর যানবাহন আটকে পড়ে যায়, ফলে পথচলতি জনগণের চরম অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়।