আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই || বুধবার সকালে রাজনগর স্কুলের শিক্ষক শিক্ষাকাদের পক্ষ থেকে দুস্থদের মধ্যে এক ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত, ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার, প্রাক্তন পৌর পারিষদ তথা বিদ্যালয় পরিচালন-কমিটির চেয়ারপার্সন ডালিয়া সিংহ, প্রাক্তন পৌর পারিষদ তথা বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য তুষার কান্তি ভট্টাচার্য্য, বিদ্যালয় পরিচালন কমিটির ভাইস চেয়ারপার্সন শ্যামল ভৌমিক ও অন্যান্য বিশিষ্টজনেরা। উক্ত অনুষ্ঠানে মোট ১৫০ জন গরীব অংশের ছাত্র ছাত্রীদের হাতে এই খাবার বেগ তুলে দেন উপস্থিত অতিথিরা।