প্রয়াত হলেন ১০,৩২৩ এর আরো এক শিক্ষক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর || চাকরীচ্যুত ১০,৩২৩ এর আরো এক শিক্ষক প্রয়াত হলেন। তার নাম লিটন দাস, বয়স ৩৮। জানা যায়, বিগত ১৯ মাস ধরে চাকুরিচ্যুত হওয়ার পর থেকে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন তিনি। কবিরাজ টিলা বিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি l বাড়ি এডি নগর সুভাষপল্লি এলাকায়l চাকরি যাওয়ার পর থেকে খুবই চিন্তা মগ্ন ছিলেন শিক্ষক লিটন দাস। চাকরি থাকাকালীন অবস্থায় ব্যাংক থেকে ঋণ নিয়ে ছিলেন তিনি। সেই ঋণের টাকা শোধ করতে পারেন নি। তারপর থেকেই অসুস্থ হয়ে যান তিনি৷ প্রথমে তাকে আইজিএম হাসপাতালে তারপরে জিবি হাসপাতালে ভর্তি করানো হলেও, সেখানে চিকিৎসা পরিষেবা সঠিক মত দেওয়া হয়নি বলে জানান প্রয়াত শিক্ষক লিটন দাসের বোন। তার অকাল প্রয়ানে শোকাহত পরিবার পরিজনরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*