আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর || আসাম আগরতলা জাতীয় সড়ক বড় করার ঠিকাদারী নিয়েছে NSC কোম্পানি। জানা যায়, রাস্তা বড়ো করার জন্য আঠারোমুড়া পাহাড়ের মহাদেব টিলা এলাকায় রাস্তার পাশে বসবাসকারী উপজাতিদের বাড়ি ঘর ভেঙ্গে ফেলে। পাশাপাশি উপজাতিদের বাগান কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে সোমবার অনিদিস্ট কালের জন্য আঠারোমুড়া পাহাড়ে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে ঐ এলাকায় বসবাসকারী উপজাতি পরিবারগুলো।